Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

বিক্ষোভ অব্যাহত

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: যুক্তরাষ্ট্রের শারলট শহরে তৃতীয় দিনও বিভিন্নস্থানে ব্যাপক বিক্ষোভ হয়। গত মঙ্গলবার ক্যারোলিনার ওই শহরটিতে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর কর্তৃপক্ষ শারলটে জরুরি অবস্থা জারি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শারলচে ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে কিথ ল্যামন্ট স্কট নামে ৪৩ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়া ঘটনায় ক্রোধে ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা। গত বুধবার রাতেও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলে। বিক্ষোভ সমাবেশ হয় শুক্রবারও। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও বাবার বুলেট ছুড়ে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্কটকে বার বার বলা সত্ত্বেও তিনি পিস্তল ফেলেননি। তারপরই পুলিশ তাকে গুলি করে। তবে স্কটের পরিবারের দাবি, এই সময় স্কট বই পড়ছিল। গত মঙ্গলবার রাতের বিক্ষোভে ১৬ জন পুলিশ আহত হয়েছে। বিক্ষোভকারীরা সাংবাদিক এবং অন্যান্য লোকজনের ওপর হামলা করেছে। ঘরবাড়ির জানালা ভেঙেছে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এই কারণে গভর্নর প্যাট ম্যাককরি শহরটিতে জরুরি অবস্থা জারি করেছেন। দ্বিতীয় রাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল। কিন্তু হঠাৎ করে পুলিশ গুলি বর্ষণ শুরু করে। এতে একজন আহত হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল এবং আতশবাজি ছুড়ে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ অব্যাহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ