মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের ৭২ বছর বয়সের এক ব্যক্তি টানা ১০ মাস (৩০৫ দিন) ধরে করোনাভাইরাসে আক্রান্ত। এত দীর্ঘ সময় করোনায় আক্রান্ত থাকার ঘটনা আর দেখা যায়নি বলে বলে মনে করছেন গবেষকরা। ডেভ স্মিথ নামের এই ব্যক্তি পেশায় একজন ড্রাইভিং প্রশিক্ষক। দশ মাসে করোনা টেস্টে ৪৩ বার পজিটিভ হওয়ায় সাতবার তিনি হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনাও করে রেখেছিলেন বলে জানান তিনি। তবে সবকিছুকে জয় করে এখন সুস্থ আছেন স্মিথ। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অবসর নিয়েছি। পরিবারের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম। যখনই আমাকে হাসপাতালের বেডে নেওয়া হত, আমরা অবস্থা খুবই খারাপ থাকত। একেবারে মৃত্যুর কাছাকাছি। আমার স্ত্রী পাঁচবার অন্ত্যোষ্টিক্রিয়ার পরিকল্পনা করেছিলেন। অসুস্থতার এ পুরো সময়ে স্ত্রী লিন্ডাও তার সঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন। লিন্ডা বলেন, ‘এমন অনেক সময় গেছে যখন আমরা ধরে নিয়েছি সে আর বাঁচবে না। নরকের যন্ত্রণা নিয়ে একটি বছর পার করেছি আমরা।’ ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিষয়ক গবেষক এড মোরান বলেন, পুরো সময় জুড়েই স্মিথের শরীরে ভাইরাসটি সক্রিয় ছিল। চিকিৎসকরা জানান, বিশেষ এক পদ্ধতির চিকিৎসায় স্মিথ সুস্থ হয়ে উঠেছেন। সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করার পর সুস্থ হন তিনি। এ চিকিৎসা পদ্ধতি যুক্তরাজ্যে ক্লিনিক্যালি অনুমোদিত নয়। সহানুভূতির জায়গা থেকে তাকে এমন চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই চিকিৎসা পদ্ধতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তৈরি করা হয়েছিল। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।