Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইট বালি পাথর যার প্রিয় খাদ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০২ এএম

ভাত, ডাল, রুটি কিংবা মাছ মাংস মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকলেও হানস রাজের খাদ্যের তালিকা সম্পূর্ণই ভিন্ন। তার প্রিয় খাদ্য ইট, বালি আর পাথর। ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা ৫০ বছর বয়সি হানস রাজ। কিন্তু অবাক করা বিষয় হলো- ভাত, ডাল, রুটি কিংবা মাছ, মাংস, ডিম কিছুই খান না তিনি। খান শুধু ইট, বালি আর পাথর। এলাকায় স্যান্ড ম্যান হিসেবে খ্যাত হানস রাজ। এ ঘটনা আজ থেকে নয়। ২০ বছর বয়স থেকে তিনি এই খাবার খেয়ে চলেছেন। শুধু খাচ্ছেনই না, শারীরিক ভাবেও সুস্থ আছেন হানস রাজ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্যান্ড ম্যান বলেন, এখন ইট, বালি ও পাথর খাওয়া আমার জন্য খুবই স্বাভাবিক বিষয়। এগুলো খেলে আমি শরীরে প্রচুর শক্তি পাই। এমনকি আমার পেটে বা দাঁতেও কোনও সমস্যা হয় না। প্রতিদিনই আমি শক্ত খাবার চিবিয়ে খাই। আমার দাঁতগুলো এখনও সুস্থ আছে। জানাগেছে, হানস রাজ বিরল পিকা রোগে ভুগছেন। এটি মানসিক রোগ। তবে ডাক্তারি মতে, এই রোগে ভুগলে অখাদ্যকে খাবার বলে খাওয়া সম্ভব। আর সে কারণেই তিনি দিনের পর দিন ইট, বালি, পাথর খেয়ে চলেছেন। কে২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয় খাদ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ