মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বের অন্যান্য বৃহৎ নগরীগুলোর মতো লন্ডনও সন্ত্রাসী হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, এজন্য লন্ডনবাসীদের সতর্ক থাকতে হবে। জনাব খান নিউ ইয়র্কের সিটি মেয়রের সাথ বৈঠকে জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এটা সেই নগরী যেখানে পরপর দুই বার সন্ত্রাসী হামলা হয়েছে, যদিও তাতে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। লন্ডন ইভনিং স্টানডার্ড পত্রিকায় সাদিক খান আশঙ্কা প্রকাশ করে বলেন, লন্ডন, নিউ ইয়র্ক এবং বিশ্বের অন্যান্য বড় নগরীগুলোকে ভবিষ্যৎ সন্ত্রাসী হামলা মোকাবেলায় প্রস্তুত থাকাতে হবে। তিনি বলেন, সন্ত্রাস মোবেলায় নজরদারির মতো সতর্কতা এবং কড়া পুলিশি তৎপরতা বাড়ানো খুব জরুরি এবং পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশকে জনগণের সাথে ঘনিষ্ট যোগাযোগ রাখতে হবে। তার মতে, বিশ্বের বৃহৎ নগরীগুলোতে যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে। উল্লেখ্য, পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খান চলতি বছর মে মাসে লন্ডনের মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি তার কর্তব্যের মধ্যে লন্ডনে সম্ভাব্য সন্ত্রাসী হামলা মোকাবেলার গুরুত্বকে অগ্রাধিকার দিয়েছেন। রয়টার্স, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।