Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অবিলম্বে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন - জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৬:০৫ পিএম

ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃদ্বয়। করোনা মহামারির সঙ্কটকালে ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ বাড়বে। আজ শনিবার জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম আজ এক যুক্ত বিবৃতিতে পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা’ প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, করোনা মহামারির কারণে অনেকে চাকরি হারিয়েছেন। অনেকে ব্যবসায়িকভাবে বিপর্যস্ত ও অনেক মানুষ কর্মহারা অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন। এই অবস্থায় পানির মূল্যবৃদ্ধি সত্যিই মানুষের ওপর অমানবিক আচরণ বলে মনে করছি। পাশাপাশি মানুষের ওপর অর্থনৈতিক চাপও বৃদ্ধি করবে। ওয়াসার পানির মূল্যবৃদ্ধি জীবনযাত্রাকে আরো দুর্বিসহ করে তুলবে। নেতৃদ্বয় পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ওয়াসা কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

 



 

Show all comments
  • Dadhack ২৬ জুন, ২০২১, ৬:১৫ পিএম says : 0
    আল্লাহ সব সমস্যার সমাধান দিয়েছেন কোরআনে. কোরআন দিয়ে দেশ চালাতে হবে তাগুত সরকারকে হটিয়ে দেশ চালালে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব. আপনারা খালি চাপাবাজি করে যাচ্ছেন পানির দাম কমাতে হবে এর দাম কমাতে হবে ওর দাম কমাতে হবে.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ