বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃদ্বয়। করোনা মহামারির সঙ্কটকালে ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ বাড়বে। আজ শনিবার জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম আজ এক যুক্ত বিবৃতিতে পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা’ প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, করোনা মহামারির কারণে অনেকে চাকরি হারিয়েছেন। অনেকে ব্যবসায়িকভাবে বিপর্যস্ত ও অনেক মানুষ কর্মহারা অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন। এই অবস্থায় পানির মূল্যবৃদ্ধি সত্যিই মানুষের ওপর অমানবিক আচরণ বলে মনে করছি। পাশাপাশি মানুষের ওপর অর্থনৈতিক চাপও বৃদ্ধি করবে। ওয়াসার পানির মূল্যবৃদ্ধি জীবনযাত্রাকে আরো দুর্বিসহ করে তুলবে। নেতৃদ্বয় পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ওয়াসা কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।