Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বীভৎস! সামান্য বৃষ্টিতে বেরিয়ে এলো লাশের সারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১০:৩১ এএম

করোনায় মৃতদের লাশ ফেলে দেয়া হয়েছে নদীর বালিতে। আর সে লাশ সামান্য বৃষ্টির পানিতে ভেসে উঠে।

জানা যায়, ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে রাজ্যে সম্প্রতি দেখা গিয়েছিল এক মর্মান্তিক ছবি। নদীর ধারে ধারে সারি দিয়ে পড়ে লাশ। সেগুলো আবার বালির উপরে গেরুয়া কাপড়ে ঢাকা। বর্ষার মরশুম আসতেই বালি থেকে বেরিয়ে পড়ল ওই সব লাশ। যাদের কারো কারো মুখে আবার লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক। কোথাও আবার গ্লাভসে ঢাকা হাত।

উত্তরপ্রদেশের ইলাহাবাদে বর্ষায় গঙ্গার পানিস্তর বাড়তেই ভেসে উঠেছে একের পর এক লাশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০টি লাশ একের পর এক ভেসে উঠতে দেখা গেছে। সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়তেই সেখান থেকে লাশগুলোকে সরানোর চেষ্টা শুরু করে দেয় প্রশাসন। আসলে বালি দিয়ে এত দিন লাশগুলো বেশ ভালোই চাপা পড়েছিল। কিন্তু বর্ষা আসতেই বিপত্তি বাড়ে। বর্ষার পানি বালি সরতেই সেই লাশগুলো দেখা যেতে থাকে। খবর পেয়েই ঘাটে ছুটে যান পৌরপ্রশাসনের কর্মীরা। তড়িঘড়ি লাশগুলোর সৎকার করার ব্যবস্থাও করেন তারা।
সূত্র : পুবের কলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ