Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় করোনায় মৃত হিন্দু ব্যক্তির শেষকৃত্যে মুসলিম উলামাগণ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১০:৪৩ পিএম

করোনা সংক্রমণের ভয়ে হিন্দু মিষ্টি ব্যবসায়ী মঙ্গলকুন্ড'র শেষকৃত্যে আসেনি তার পরিবার। এলাকাবাসীর বাঁধার মুখে লাশের গাড়িও নিতে পারিনি শশ্মানে। পরে প্রায় দেড় কিলোমিটার লাশ ঘাড়ে করে নিয়ে গিয়ে আজ দুপুরে লাশের দাহ সম্পন্ন করেন উলামাগণ।

আজ শুক্রবার (২৫ জুন) কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

মিষ্টি ব্যবসায়ী মঙ্গলকুন্ড আজ কুষ্টিয়া সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। লাশ থেকে করোনা সংক্রমিত হতে পারে এই ভয়ে তার পরিবার লাশের সংস্পর্শে ও শেষকৃত্যে আসেনি বলে জানা যায়। পরে খেদমতে খালক ফাউন্ডেশনের উলামাগণ লাশ গাড়ীতে করে শশ্মানে নেওয়ার উদ্দেশ্যে ওই এলাকার জঙ্গলি ব্রিজের কাছে পৌঁছালে লাশবাহী গাড়ি আটকে দেয় এলাকাবাসী। বাঁধার মুখে গাড়ি রেখে প্রায় দেড় কিলোমিটার পথ লাশ কাঁধে করে শশ্মানে পৌছায় এবং লাশের দাহকার্য সম্পন্ন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ