বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলতি মাসে নোয়াখালীতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন সড়কে পুলিশের টহলদারি জোরদার করা হয়েছে। ফলে অধিকাংশ সড়ক ফাঁকা হয়ে গেছে।
শুক্রবার ভোর থেকে হাট বাজার ও সড়কে লোক সমাগম কমে গেছে। জরুরি কাজে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, মিনিবাস চলাচল করছে। এছাড়া হাতে গোনা কিছু রিকসা অলিগলিতে চলাচল করলেও অন্যসব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা ও তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হচ্ছে। প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।
গত এক সপ্তাহে নোয়াখালীতে করোনায় ১২জনের মৃত্যুর পর জেলা প্রশাসন নড়েচড়ে বসে। জেলা প্রশাসনের উদ্যোগে কঠোর লকডাউন কার্যকর করার লক্ষে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠনের সঙ্গে বৈঠক করা হয়েছে। ফলে এবারের বিশেষ লকডউন অনেকটা কঠোর দেখা যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।