Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এভারেস্ট’-এ জর্জ ম্যালোরির ভূমিকায় ইওয়ান ম্যাকগ্রেগর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৪ এএম

বিশ্ব জানে স্যার এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। কিন্তু অনেকের বিশ্বাস ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালোরিই এই কৃতিত্বের দাবিদার। এই বিশ্বাসের সমর্থকরা বলেন তিনি শৃঙ্গ জয় করে ফেরার পথে হারিয়ে যান, এমনকি হিলারি এবং তেনজিংও তাকে সম্ভাব্য প্রথম এভারেস্ট জয়ী বলে একসময় স্বীকার করেছেন। তবে এর সত্যতা দাবি করতে ম্যালোরি জীবিত ছিলেন না, ৭৫ বছর পর তার সম্ভাব্য মৃতদেহ আবিষ্কার করে আরেক অভিযাত্রী দল। এই কিংবদন্তীতুল্য পর্বতারোহীকে নিয়ে অ্যাডভেঞ্চার ড্রামা ‘এভারেস্ট’ নির্মিত হবে। ‘দি বর্ন আইডেন্টিটি’ ফিল্মের পরিচালক ডাগ লাইম্যান ‘এভারেস্ট’ পরিচালনা করবেন ‘আপ ইন দি এয়ার’ ফিল্মের চিত্রনাট্যকার শেল্ডন টার্নারের চিত্রনাট্য অবলম্বনে। মার্ক স্ট্রং এবং স্যাম হিউগ্যান গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। সঙ্গীত পরিচালনা করবেন অস্কারজয়ী কম্পোজার টি. বোন বার্নেট। চিত্রগ্রহণে থাকবেন মার্টিন রুহি। চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে এই বছর ৬ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিতব্য কান চলচ্চিত্র উৎসবের কান ভার্চুয়াল মার্কেটে। চলচ্চিত্রায়ন হবে যুক্তরাজ্য ও ইতালিতে জানুয়ারি থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ