বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানানো হয়েছে সিলেটে ঐতিহ্যবাহী সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদকে (৫৬)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা মাঠে তার জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে। জানাযার নামাজে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা হোসাইন মোহাম্মদ মাছরুর। জানাযা শেষে দাফন করা হয় তাঁকে। ইসলামী এ পন্ডিতের মৃত্যুতে গোটা সিলেটের আলেম সমাজে নেমে এসেছে শোকের ছায়া। তারজানাযায় উপস্থিত অংশ নেন প্রত্যন্ত অঞ্চলের অনুসারী, অনুরাগীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছালিক আহমদ (র.) ছিলেন ইলমে হাদীসের নিরলস খাদিম, একজন প্রবীণ শিক্ষাবিদ, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও উপাধ্যক্ষ এবং লতিফিয়া কারী সোসাইটির সভাপতি ও ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) একজন খলিফা। গত এক সপ্তাহ আগেও খতমে বুখারি শরীফের একটি দুআ মাহফিলে উপস্থিত ছিলেন তিনি। আজ সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার জানাযার নামাজে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মুহতারাম সভাপতি হুসামউদ্দিন চৌধুরী, ইকড়ছই আলিম মাদরাসার প্রিন্সিপাল ছমির উদ্দিন, সৎপুর মাদরাসা সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, বিশ্বনাথ কামিল মাদরাসার অধ্যক্ষ নো’মান আহমদ, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম ফারুকি, জগন্নাথপুর হলিয়ারপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।