Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় সাতক্ষীরা

লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৭:৩৫ পিএম

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত জেলার তালিকায় থাকায় সাতক্ষীরায় স্থানীয়ভাবে জেলা প্রশাসন ঘোষিত লকডাউন চতুর্থ দফায় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা সূত্র জানায়, গত ২৩ মে থেকে সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতির অবনতি হতে শুরু করলে একপর্যায়ে ৫ জুন থেকে জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়।
এরপরেও অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার চতুর্থ মেয়াদে আরও এক সপ্তাহ লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ