Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় মৃত্যুর সারিতে যোগ দিলেন আরো ৯ জন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৩:১৬ পিএম

সাতক্ষীরায় মৃত্যুর সারিতে যোগ দিলেন আরো ৯ জন। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ও শহরের একটি ক্লিনিকে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে উপসর্গ নিয়ে মারা গেলেন ৩০১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ৬৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জন পজিটিভ সনাক্ত হয়েছে। নমুনা পরিক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৭ দশমিক ২২ শতাংশ। এনিয়ে জেলায় করোনা সনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭২ জন।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাক্তার জয়ন্ত সরকার। তিনি সাতক্ষীরায় ২০ তম দিনের লকডাউন চলছে। মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। তবে, আজ বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভাচ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হবে। সেই সভাতেই সিদ্ধান্ত হবে চতুর্থ দফায় লকডাউন বাড়বে কিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ