Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যু হয়েছে আরোও ৪ জনের, আক্রান্ত ১২৫ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ২:৫৮ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেটে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। একই সময়ে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১২৫ জন। এরমধ্যে সিলেটের ৫৮ জনই। এসময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ৮৫ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ২৪ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৪৫৬ জনের। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেটে। এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন ও ৩৩ জন রয়েছেন মৌলভীবাজারের। আজ বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হন ১২৫ জন। এর মধ্যে সিলেট ৫৮ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১৬ জন, ১৫ জনের করোনা সনাক্ত হয় মৌলভীবাজারে। নতুন এই ১২৫ জন সহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৫২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯১৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৬১৮ জন ও ২ হাজার ৭৯৪ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে মৌলভীবাজারে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৫ জন। এরমধ্যে সিলেট ৭৩ জন, হবিগঞ্জে ২ জন ও আরও ১০ জন রয়েছেন মৌলভীবাজারে। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ০৪১ জন। এর মধ্যে সিলেট ১৫ হাজার ৫৮৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৪ জন ও ২ হাজার ৫৫৯ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট ৭৩ জন, হবিগঞ্জে ২ জন, ও আরও ১০ জন রয়েছেন মৌলভীবাজারে। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৯ জন রয়েছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট ২৭৩ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, আরও ৮ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এরা সবাই সিলেটর বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ