Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাহোরে বিস্ফোরণে নিহত ২ আহত ১৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। বুধবার লাহোরের একটি আবাসিক এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, লাহোরের জোহর টাউনের কাছাকাছি একটি হাসপাতালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি হতাহতের খবর নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত চলছে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের সময় দরজা-জানালার কাঁচ ভেঙে পড়েছে এবং বিভিন্ন ভবন কেঁপে উঠেছে। বিস্ফোরণের শব্দ এতো তীব্র ছিল যে অনেক দ‚র থেকেও তা শোনা গেছে। এই ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বাজদার। এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ দেন তিনি। জরুরি উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, বিস্ফোরণের পরপরই তিনি ঘটনাস্থলে পৌঁছান। ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ