Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরতে চান মামুনুল, তবে...

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভিন্ন এক বিষয় নিয়ে গতকাল হঠাৎই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সস্ত্রীক হাজির হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। জানা গেছে, কে বা কারা মামুনুলের নামে একটি ভুয়া আইডি’র মাধ্যমে ফেসবুকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে একটি বাজে মন্তব্য পোস্ট করেছে। এই ঘটনায় মামুনুলকে বাফুফে ভবনে তলব করা হয়। জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার সালাউদ্দিনের সামনে উপস্থিত হয়ে ফেসবুকের পোস্টটির সম্পর্কে ব্যাখ্যা দেন। পরে মিডিয়াকে এ প্রসঙ্গে বিস্তারিত জানান। সঙ্গে মামুনুল আরও বলেন, আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি।
মামুনুলের কথা, ‘কিছুদিন আগে সালাউদ্দিন ভাইকে জড়িয়ে আমার নামে একটি ফেক আইডি থেকে ফেসবুকে বাজে পোস্ট দেয়া হয়েছিল। কিন্তু প্রকৃত সত্য হলো ওই আইডি আমার নয়। আমার আইডি গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। আমি বর্তমানে ফেসবুক, ইমু, ভাইবার, হোয়াটসঅ্যাপ কিছুই ব্যবহার করি না। আমার প্রকৃত যে আইডি, সেটা আমার স্ত্রী পরিচালনা করেন। আমি কোনও ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে মাথা ঘামাইনা। আর এ বিষয়টিই আমি বাফুফে সভাপতির কাছে তুলে ধরেছি।’
এর আগেও দু’বার জাতীয় থেকে অবসর নেয়ার পর আবারো সদর্পে ফিরে এসেছেন মামুনুল। সবশেষ গত ৫ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাই পওের্বর প্লে-অফে ভুটানের বিপক্ষে ম্যাচে তাকে দলে রাখেননি বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। ইনজুরির কারণ দেখিয়ে মামুনুলকে বাদ দেয়া হয়। এই ঘটনায় দারুণ মর্মাহত হন এই মিডফিল্ডার। রাগে-ক্ষোভে ও অভিমানে জাতীয় দল ছাড়ার ঘোষণা দেন তিনি। মামুনুলবিহীন ভুটান ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করে। আগামী ১০ অক্টোবর ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজরা। ওই ম্যাচকে সামনে রেখে ১ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কোচ সেইন্টফিট ইতিমধ্যে ছুটি কাটিয়ে বেলজিয়াম থেকে ঢাকায় ফিরেছেন। ফিরেই ঘোষণা দিয়েছেন জাতীয় দল সবার জন্য উš§ুক্ত। এই ঘোষণার একদিন পরই মামুনুল অবসর ভেঙে দলে ফেরার ইঙ্গিত দিলেন। তবে সেটা বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন এবং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। মামুনুল বলেন, ‘সালাউদ্দিন ভাই আমাদের অভিভাবক। তিনি এবং টিম ম্যানেজমেন্ট যদি আমাকে দলে চান, তাহলে দেশের স্বার্থে আবারে জাতীয় দলে ফিরতে আমি প্রস্তুত।’ তিনি আরো বলেন,‘সালাউদ্দীন ভাই অনেক কিছুই জানতেন না। আজকের (গতকালের) আলোচনায় তিনি অনেক কিছু জেনেছেন। তিনি যদি মনে করেন দেশের জন্য আমার খেলার প্রয়োজন আছে, তবে আমি ফিরে আসতে চেষ্টা করবো।’
তবে মামুনুল ফিরতে চাইলেও এই মুহূর্তে তাকে দলে নেয়ার পক্ষে নন কোচ সেইন্টফিট। লিগের সর্বশেষ ম্যাচে মামুনুলের দল চট্টগ্রাম আবাহনী ও আরামবাগের মধ্যকার গোলশূন্য ড্রয়ের ম্যাচটি দেখেছেন তিনি। মামুনল প্রসঙ্গে সেইন্টফিট বলেন, ‘লিগে সর্বশেষ ম্যাচে মামুনুলকে এমন বিশেষ কিছু আমি করতে দেখিনি যাতে তাকে আমার দলে ডাকতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরতে চান মামুনুল

২৩ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ