বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের সূত্রপাত হলে বিকেল ৪টার দিকে স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, দুপুরে বাংলাবাজারের প্রধান গলির ভেতরে জুমা এন্টারপ্রাইজ ও প্রভা এন্টারপ্রাইজ নামের পেট্রোল-ডিজেল, সার, কীটনাশক ও গ্যাস সিলিন্ডারের ডিলারের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এসময় বাজারে আসা লোকজন চারদিকে ছুটাছুটি করতে থাকে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। জিয়াউর রহমানের মেশিনারিজ দোকান, নিরঞ্জন শীলের সেলুনের দোকান, সাইফুলের কম্পিউটার দোকান, সুভাষ শীলের সেলুনের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে এরশাদ হোসেনের টিনের দোকান।
স্থানীয়রা বলেন, দোয়ারাবাজারে এবার নতুন ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে কিন্তু উদ্বোধন না হওয়ায় সেবা পাচ্ছেন না উপজেলাবাসী। তাই বরাবরের মতো ছাতকস্থ ফায়ার সার্ভিস লাফার্জ ফেরি হয়ে ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হওয়ায় ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে। খবর পেয়ে অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। ছাতক ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ ফয়সল আহমদ অগ্নিকান্ডের বিষয়ে বলেন, বাজারের পেট্রোল-ডিজেল ও গ্যাস সিলিন্ডারের ওই দোকানে কোন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।