Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নীলফামারীতে সংক্রমণ বাড়ছে

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৮:৩৫ পিএম

নীলফামারীতে করোনা ভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। মঙ্গলবার নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান গত মে মাসে জেলায় সংক্রমণের হার ছিল ১০.৬৩। চলতি জুন মাসের ২১ তারিখ পর্যন্ত সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭.০১। এতে গত মাসের চেয়ে সংক্রমণের হার বেড়েছে ৬.৩৮। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ কড়াকড়ি করা হচ্ছে বলে সিভিল সার্জন উল্লেখ করেন।

এদিকে সচেতন মহল বলছেন সরকারের বিধিনিষেধ এ জেলার মানুষজন মানছেনা। তারা মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনে অবাধে চলাচল করায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিধিনিষেধ কঠোর পদক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে যে সময় চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার মতো পরিস্থিতি নীলফামারীতে ছড়িয়ে পড়তে পারে।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে বলা হয় গত বছরের করোনা ভাইরাস শুরু থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল এক হাজার ৫৭৯। মৃত্যুবরণ করে ৩৪ জন। সুস্থ্য হন ১ হাজার ৫৫৩জন। মৃত্যু বরন করেন ৩৪ জন। কিন্তু পহেলা জুন থেকে ২১ জুন পর্যন্ত ২১ দিনে নতুন করে সংক্রমিত হয়েছে ১০৫ জন। এর মধ্যে জেলা সদরে ৬৩ জন, ডোমার উপজেলায় ৭ জন, ডিমলা উপজেলায় ৭ জন, জলঢাকা উপজেলায় ৯ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৭ জন ও সৈয়দপুর উপজেলায় ১২ জন নতুন করে করোনা আক্রান্ত হন। এ ছাড়া চলতি মাসের ৭ জুন জেলার কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী গ্রামের ৮০ বছরের বৃদ্ধ মকবুল হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি রংপুর ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ৭ জন, সৈয়দপুর হাসপাতালে ১ জন। হোম আইসোলেশনে রয়েছে ৬৬ জন ও ১৪ জন রংপুর মেডিক্যাল ও করোনা ডেডিকেডেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৪৩ জন।

সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির আরও জানান, শুরু থেকে এই পর্যন্ত সর্বমোট নীলফামারী জেলায় করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৮৭ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৫৬৪জন। মৃত্যু বরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৫৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ