Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনায় মৃত্যু বাড়ছেই, ৭ দিনে মৃত ২৪

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৮:০৫ পিএম

বগুড়ায় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার পর্যন্ত বগুড়ায় নতুন করে আরো ৩ জনের মৃত্যু এবং ৩৬ জন আক্রান্ত হয়েছে ।
মঙ্গলবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় (২১ জুন) ১৫৩ নমুনার ফলাফলে নতুন করে ৩৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক ৫২শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৫জন। নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে সদরের ২১জন, আদমদীঘিতে ৬জন, শিবগঞ্জ ৩জন, সোনাতলায় ও দুপচাঁচিয়ায় ২জন, ধুনট ও গাবতলী উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন সর্বমোট ১২ হাজার ৯৯২জন এবং সুস্থ ১২ হাজার ২৪৬ জন। এছাড়া নতুন করে ৩জনের মৃত্যু নিয়ে মোট ৩৫৩ জনে দাঁড়ালো।
করোনায় মারা যান, বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে জয়পুরহাট জেলার ফাতেমা খাতুন (৪০), গাইবান্ধা জেলার তাজুল ইসলাম (৬৫) এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কবির উদ্দিন (৭৭)। এর ফলে বগুড়া জেলায় গত ৭ দিনে মৃত্যু হলো ২৪ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ