Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে নৌকার জয়জয়কার

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৮:০১ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতেই নৌকা প্রতীক জয়ী হয়েছে। অপর দিকে একজন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে প্রথম ধাপে কাছিপাড়া, কালিশুরী, ধুলিয়া, কেশবপুর, কনকদিয়া, বগা, কালাইয়া, আদাবাড়িয়া ও চন্দ্রদদ্বীপসহ নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের এসএম ফয়সাল আহম্মেদ ও কালিশুরী ইউনিয়নের নৌকা প্রতীকের নেছার উদ্দিন জামাল বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কনকদিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শাহিন হাওলাদার, আদাবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মঞ্জুরুল আলম, কাছিপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রফিকুল ইসলাম, বগা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে হাসান মাহমুদ, ধুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে হুমায়ুন কবীর দেওয়ান, কেশবপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সালেহ উদ্দিন পিকু নির্বাচিত হয়েছেন। অপর দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এনামূল হক আলকাস জয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, বিরামহীন বৃষ্টির মধ্যেও ভোটারগণ উৎসব মুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বগা ইউনিয়নে ৫৫ , চন্দ্রদ্বীপ ৮৩, কাছিপাড়া ৬৪, ধুলিয়া ৫৮, কেশবপুর ৫৭, কনকদিয়া ৫৯ ও আদাবড়িয়া ৭০, কালিশুরী ৫৮ ও কালাইয়া ৬০ ভাগ ভোট পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ