মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, বিশেষত দুই দেশ প্রতিরক্ষা বিনিময় শুরু করেছে। কেননা, বাংলাদেশ তুরস্কের চতুর্থ বৃহত্তম অস্ত্র ক্রেতা হয়ে উঠেছে। জানা গেছে, ২০২১ সালের প্রথম চার মাসে তুরস্কের প্রায় ১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা পণ্য রফতানির কথা থাকলেও এর মধ্যে ৬০ মিলিয়ন ডলারের অস্ত্র পেয়েছে বাংলাদেশ। -আনাদুলু এজেন্সি
প্রতিবেদনে ওঠে এসেছে, তুরস্ক এশিয়ায় নতুন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করছে। ২০২১-২২ অর্থবছরের জন্য ৪.৪৫ বিলিয়ন ডলারের সামরিক রফতানি বাজেট বরাদ্দ করেছে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর মধ্যে এবং সেজন্য বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছে দেশটি।
তুরস্কের অন্যতম প্রধান অস্ত্র প্রস্তুতকারী ও প্রতিরক্ষা ঠিকাদার রকেটসান জুন মাসে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) ব্যাপ্তি নিয়ে টিআরজি -৩০০ কাপলান ক্ষেপণাস্ত্র সিস্টেমের প্রথম ব্যাচটি বাংলাদেশে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ডিফেন্স টেকনোলজি, ডিটিবি।
এদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪১ জন সদস্য তুরস্কে আঙ্কারায় আয়োজিত টাইগার এমএলআরএস (গ) প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এবং এই বছরের জুনের প্রথম সপ্তাহে ফিরে এসেছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।