Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘন্টায় খুলনার তিন হাসপাতালে করোনায় মৃত্যু ১১

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১০:১৬ এএম | আপডেট : ১১:১১ এএম, ২২ জুন, ২০২১

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। সাত জনই করোনায় আক্রান্ত হয়েছে রেড জোনে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়া খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে শেখ মোশারফ হোসেন (৭৬) নামের একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন, আবার সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৪ জন। আর আইসিইউ'তে রয়েছেন ২০ জন। আজ সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১০৯জন চিকিৎসাধীন রয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার তালার সৈয়দ শাহারিয়া (৭১), নড়াইল সদরের খাদিজা পারভীন (৩৮), খুলনার তেরখাদার তাসলিমা বেগম (৮০), নগরীর খালিশপুরের মোসারফ হোসেন (৬৪), রূপসার আঞ্জুমান আক্তার (৫৫), নগরীর সোনাডাঙ্গার কাজী মাফরুফা (৬৩) ও বাগেরহাটের মংলার লাকি বেগম (৫০)।
এ ছাড়া, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে শেখ মোশারফ হোসেন (৭৬) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি যশোরের নওয়াপাড়া এলাকার বাসিন্দা। আজ সকাল পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন করোনা রোগী। তাদের মধ্যে ১৯জন পুরুষ ও ১৩ জন মহিলা। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫ জন।
অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ মঙ্গলবার আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা নগরীর সাতরাস্তার মোড়ের ফিরোজা বেগম (৫২), নগরীর গোবরচাকা এলাকার মোঃ নুরুউদ্দিন (৩১) ও যশোরের মনিরামপুরের বিজয় কুমার কুন্ডু (৬৭)। তাছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৭৫জন। আইসিইউ-তে রয়েছেন ৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৭ জন, আবার নতুন করে ভর্তি হয়েছেন ২০জন। এছাড়া ১৬ জনের নমুনা পরীক্ষায় ১৩জনের করোনা শনাক্ত হয়েছে হাসপাতালটিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ