বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের ছাতকে প্রথম ধাপে দু'টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। র্যাব, পুলিশ, বিজিবি, ডিবি পুলিশের ছিলো কড়া নজরদারি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে দেখা যায়। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিলো লক্ষণীয়।
উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটিতে আওয়ামীলীগের প্রার্থী ও অপরটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
সিংচাপইড় ইউনিয়নে বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ৫ হাজার ১২১ ভোট পেয়ে সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৫১ ভোট।
এদিকে, নোয়ারাই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী, বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা চশমা প্রতীকে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।