Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেই বানালেন সেল্ফ ব্যালেন্সিং বাইক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

সাইকেল চালাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন চীনা প্রকৌশলী ঝি হুই জুন। এতে তিনি মুখে সামান্য আঘাত পান। তবে পড়ে গিয়ে দমে যাননি। হাল ছেড়ে না দিয়ে কাজে নেমে পড়েন সেল্ফ ব্যালেন্সিং বাইক তৈরির লক্ষ্য নিয়ে। এমনভাবে তিনি এর ডিজাইন করেন যাতে এটি কেবল ভারসাম্যই রক্ষা করবে না; বরং অন্যান্য প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। ২০১৯ সালে বেইজিং সিনহুয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নির্মিত সেল্ফ ড্রাইভিং সাইকেল মুগ্ধ করেছিল তাকে। সাইকেল থেকে পড়ে যাওয়ার পর তাই নিজের জন্য সেল্ফ ব্যালেন্সিং সাইকেল তৈরিতে মনোযোগ দেন তিনি। যেই ভাবা সেই কাজ। নিজের অবসর সময়ে, বেশিরভাগ সময় সাপ্তাহিক ছুটির দিনে এ কাজে সময় দিতে থাকেন তিনি। মাত্র চার মাসের ব্যবধানে তার এ চেষ্টায় সাফল্য আসে। ঝি হুই জুন একটি আকর্ষণীয় সেল্ফ ব্যালেন্সিং সাইকেল ডিজাইন ও তৈরি করতে সক্ষম হন। সাইকেলের স‚² গতিবিধি পর্যালোচনা করে সেগুলো সংশোধনে সক্ষম অ্যাক্সিলোমিটার এবং জাইরোস্কোপের একটি উন্নত সিস্টেম ব্যবহার করেছেন তিনি যাতে এটি কখনও কোনও একদিকে ঝুঁকতে না পারে। ব্যাটারি দ্বারা চালিত সাইকেলটি স্থির ও চলমান উভয় অবস্থাতেই তার ভারসাম্য বজায় রাখতে পারে। এমনকি হ্যান্ডেলবারগুলোর একটিতে একটি ইটের মতো ভারী বোঝাও এটির ভারসাম্য নষ্ট করতে পারবে না। কেননা, এটি দ্রুত ওজনের এ ধরনের পার্থক্য ব্যালেন্স করতে সক্ষম। যে কোনও একক ব্যক্তি দ্বারা নির্মিত একটি সেল্ফ ব্যালেন্সিং বাইক দেখতে খুব আহামরি রকমের আকর্ষণীয় না হওয়াটাই স্বাভাবিক। তবে ঝি হুই জুনের সাইকেলটিতে একটি আরজিবি ডেপথ সেন্সিং ক্যামেরা এবং একটি লিডার সেন্সর রয়েছে যা এটিকে তার ট্রাজেক্টোরিতে শনাক্ত হওয়া বাধাগুলো এড়ানোর নির্দেশনা দেয়। সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেল্ফ ব্যালেন্সিং বাইক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ