Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখে আল্লাহ, মারে কে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০২ এএম

একেবারে অপরিণত বয়সে অর্থাৎ নির্ধারিত সময়ের ৫ মাস আগে জন্ম নিয়েছিল রিচার্ড স্কট উইলিয়াম হাচিনসন। তখন তার ওজন ছিল এক পাউন্ডেরও কম। চিকিৎসকরা তাকে বাঁচাতে পারবেন- এমন আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে সব প্রতিক‚লতাকে জয় করেছে ওই শিশুটি। বেঁচে আছে সে। শুধু বেঁচে আছে, এমন নয়। প্রথম জন্মবার্ষিকীও উদযাপন করেছে রিচার্ড স্কট উইলিয়াম হাচিনসন। সবচেয়ে অপরিণত অবস্থায় জন্ম নিয়ে বেঁচে থাকার রেকর্ড গড়েছে সে। তাই তাকে স্থান দেয়া হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে চিলড্রেনস মিনেসোটা হাসপাতালে জন্ম হয়েছিল রিচার্ড স্কট উইলিয়াম হাচিনসনের। তার মা বেথ হাচিনসন মারাত্মক অসুস্থতায় ভোগার কারণে তাকে জন্ম দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের ১৩১ দিন আগে জন্ম হয়েছিল তার। তখন তার ওজন ছিল ১১.৯ আউন্স। এ সময় রিচার্ড স্কট উইলিয়াম হাচিনসন এত ছোট্ট ছিল যে, তার পিতামাতা তাকে তাদের এক হাতের তালুর ওপর ধারণ করতে পারতেন। চিলড্রেনস মিনেসোটা হামপাতালের স্নায়ুবিদ ড. স্ট্যাসি কার্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছেন, এত আগে সন্তান জন্ম দিলে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে বাচ্চাটির পিতা রিক ও মা বেথ’কে কাউন্সিলিং বা পরামর্শ দেয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল, এ অবস্থায় বাচ্চা প্রসব করালে তার বেঁচে থাকার সম্ভাবনা শূন্য ভাগ। তারা রাজি হয়ে গেলেন। আমি জানতাম, রিচার্ড স্কট উইলিয়াম হাচিনসনের প্রথম কয়েকটি সপ্তাহ হবে খুবই জটিল সময়। যদি সে এই সময়টা পেরিয়ে আসতে পারে, তাহলে হয়তো বেঁচে থাকতে পারে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপরিণত বয়স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ