বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তৃতীয় দফায় বিশেষ লকডাউন কিছুটা ঢিলেঢালা চলছে। যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস ব্যতীত অন্যসব সড়কে দেখা যাচ্ছে। তেমনিভাবে রিকসা চলাচলও স্বাভাবিক রয়েছে।
নোয়াখালী পৌর এলাকা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের তৃতীয়বারের বিশেষ লকডাউন চলছে।
হাটবাজার, ওষধ ও খাবার হোটেল খোলা রয়েছে। এগুলোতে লোক সমাগম ঘটছে। গত কয়েকদিন নোয়াখালীতে করোনা শনাক্ত বৃদ্ধি পাওয়ায় সতর্কতা হিসেবে সরকারী উদ্যোগে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও সড়কে লোক সমাগম হ্রাস পাচ্ছে না। এ প্রসঙ্গে কয়েকজন খেটে খাওয়া লোকজনের সঙ্গে আলাপকালে তারা জানায়, গত বছরের এপ্রিল থেকে করোনা মহামারির কারনে প্রায় বেকার অবস্থায় আছি। রোজগার না হলে পরিবারের জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। লকডাউনের কারনে নিয়মিত কাজ পাওয়া যায় না। এমন অবস্থায়ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজের খোঁজে ঘর থেকে বের হতে হয়। এছাড়া করার কিছুই নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।