Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ বছরও হচ্ছে না পিএসসি-জেএসসি ও জেডেসি পরীক্ষা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:৪৬ পিএম

এ বছরও হচ্ছে না পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা। তবে গতবছরের মতো অটোপ্রমোশন না দিয়ে ‘বাড়ির কাজের’ মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে ‘বাড়ির কাজের’ মাধ্যমে মূল্যায়নের বিষয়টি আগেভাগেই জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সেজন্য কোন পদ্ধতিতে তাদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে তার সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। পদ্ধতি নির্ধারণ করে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, সেখানে সায় মিললে জুলাই মাসের মধ্যেই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আপাতত বাড়ির কাজের দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি। শেষ পর্যন্ত পরীক্ষা না নিতে পারলে বাড়ির কাজের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়া হবে।
অন্যদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগেই ইঙ্গিত দিয়েছেন, এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও হবে না। একই রকম সিদ্ধান্ত হতে পারে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ব্যাপারেও। এ দুটিই অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা।
গতবছর করোনা পরিস্থিতির কারণে পিএসসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। পিএসসি ও জেএসসি শিক্ষার্থীদের অটো প্রমোশন দেওয়া হয়। আর এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা না নেওয়া হলেও ছাত্রছাত্রীদের শিখন ঘাটতি পূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে থেকেই টেলিভিশন ও বেতারে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। পরে গুগলমিটের মাধ্যমে শিক্ষকদের ক্লাস নিতে বলা হয়েছে। ঘাটতি পূরণের পদক্ষেপে সর্বশেষ যুক্ত করা হয় ‘বাড়ির কাজ’। এ লক্ষ্যে তৈরি করা হয়েছে ‘অন্তর্বর্তীকালীন পাঠপরিকল্পনা’। তাতে বিষয়ভিত্তিক বাড়ির কাজ তৈরি করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা হিসাব করে শিক্ষকরা তা ফটোকপি করবেন। এরপর সপ্তাহে একদিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তা বুঝিয়ে দিয়ে আসবেন। শিক্ষার্থী অভিভাবকের সহায়তায় বাড়ির কাজ করে রাখবে। পরের সপ্তাহে গিয়ে তা সংগ্রহের পাশাপাশি নতুন কাজ দিয়ে আসবেন শিক্ষক। দ্বিতীয় সপ্তাহে গিয়ে সেটা সংগ্রহ করে আবার তৃতীয় সপ্তাহের বাড়ির কাজ দিয়ে আসবেন। এই পাঠ পরিকল্পনাটি তৈরি করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
অন্যদিকে জেএসসি পরীক্ষার ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা নভেম্বরে নেওয়া হয়। অন্য বছর এই সময়ে রেজিস্ট্রেশন, ফর্ম পূরণসহ আনুষঙ্গিক কাজ শেষ করা হয়। শুরু হয় প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণকাজ। এবছর এসব নিয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা এখনও পাওয়া যায়নি। এতে বলা যায়, পরীক্ষাটি এবার নাও হতে পারে। এ নিয়ে আমাদের প্রস্তুতি বলতে কেবল রেজিস্ট্রেশন করে রাখা হয়েছে।



 

Show all comments
  • zakir Hossain ২০ জুন, ২০২১, ৮:২৮ পিএম says : 7
    খুব খারাপ কাজ হবে এটা পরিক্ষা না নেয়াটা
    Total Reply(1) Reply
    • ২৩ জুন, ২০২১, ১১:৫৩ এএম says : 0
  • Sattar Abdus ২০ জুন, ২০২১, ১১:০৭ পিএম says : 6
    Nobody wants auto pass,arrange physical exam.pl.
    Total Reply(0) Reply
  • Laboni Akter ২০ জুন, ২০২১, ১১:০৭ পিএম says : 2
    এগুলো তুলে দেওয়া উচিৎ
    Total Reply(0) Reply
  • Tanha Shanjo ২০ জুন, ২০২১, ১১:০৭ পিএম says : 1
    করোনা র স্থান হল শিক্ষাপ্রতিষ্ঠান এএ গবেষক রা বলেছেন
    Total Reply(0) Reply
  • Md. Abu Sufian ২০ জুন, ২০২১, ১১:০৮ পিএম says : 0
    শিক্ষক রা এখনো চুপ থাকবে,তারা যে বেতন পান তা কি হালাল হচ্ছে?একটু চিন্তাও করে না।
    Total Reply(0) Reply
  • Adv Esha Rahman ২০ জুন, ২০২১, ১১:০৮ পিএম says : 0
    এটা বহুত আগের থেকেই জানি৷ নতুন কিছু বলুন
    Total Reply(0) Reply
  • ইকবাল হোসেন ২০ জুন, ২০২১, ১১:০৮ পিএম says : 3
    পরিক্ষা হবে কোন বছর?অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে।
    Total Reply(0) Reply
  • Anwar+Hossain ২১ জুন, ২০২১, ১১:৫৬ এএম says : 0
    বাড়ির কাজের মূল্যায়ন + শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর এক 2 দিনের পরীক্ষা নেওয়া উচিৎ ।
    Total Reply(0) Reply
  • Radiful Hoque ২১ জুন, ২০২১, ১১:৫৫ পিএম says : 2
    Good Decision!
    Total Reply(0) Reply
  • samsuthzza ২২ জুন, ২০২১, ১২:২০ এএম says : 2
    amer ki so bolar nai
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ কামারুজজামান ২২ জুন, ২০২১, ১২:৫৩ পিএম says : 1
    শ্রেণী হিসাব করে সাপ্তাহিক দুইটি করে ক্লাস নেওয়া যাই,তাহলে শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসে কিছু পড়ালেখা করত।ছাত্ররা কোন কাজ না পেলে অপরাধ জগতে জড়িত হবে যা দেশের জন্য ক্ষতিকর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ