Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য খাতে ৩ বিলিয়ন ডলার দেবেন জাকারবার্গ দম্পতি

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান পৃথিবীর রোগ নিরাময় ও প্রতিরোধে তিন বিলিয়ন ডলার দেবার ঘোষণা করেছেন। বিভিন্ন রোগ প্রতিরোধের উপায় খুঁজতে বৈজ্ঞানিক গবেষণার কাজে আগামী ১০ বছরে এই অর্থ দেয়া হবে। তাদের সন্তানদের জীবিতকালেই সকল রোগের প্রতিরোধ করা যায় সেই উদ্দেশ্যেই এই উৎযোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাকারবার্গ দম্পতি। বলা হছে, নিজেদের সন্তানদের জীবদ্দশাতেই পৃথিবীর রোগ-বালাই প্রতিরোধ এবং রোগ সারানোর উপায় খুঁজতে গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে। ২০১৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভের মাধ্যমে এ অর্থ খরচ করা হবে। জাকারবার্গ বলেছেন, সব রোগ নির্মূল করা সম্ভব না হলেও অসুস্থতা কমানো ও চিকিৎসার সুযোগ বাড়ানোই তাদের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু এর মানে এই নয় যে আর কেউ অসুস্থ হবে না। এর মানে হলো মানুষ আগের চেয়ে কম অসুস্থ হবে। যদি কেউ অসুস্থ হয়ও খুব দ্রুতই তা শনাক্ত করা যাবে এবং চিকিৎসা শুরু করা যাবে। কিন্তু যদি নিরাময় যোগ্য অসুখ না হয় তাহলে কম ক্ষতির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা যাবে। জাকারবার্গ আরো জানিয়েছেন, তিনি যে স্বপ্ন দেখছেন বিজ্ঞানী ও গবেষকরাও বিশ্বাস করনে যে আসলে সেটি সম্ভব। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিবিষয়ক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য খাতের উন্নয়নে মনোযোগ দিচ্ছে। সূত্র : বিবিসি।

সোমালিয়ায় ৫০ লাখ মানুষ খাদ্য সঙ্কটে : জাতিসংঘ
ইনকিলাব ডেস্ক : অনাবৃষ্টি, বন্যা ও বাস্তুচ্যুতির কারণে সোমালিয়ার প্রায় ৫০ লাখ মানুষ খাদ্যাভাবে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি বলছে, পাঁচ বছরের কম বয়সী তিন লাখেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং তাদের জরুরিভিত্তিতে সহায়তা দরকার বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি। অভাবী এসব মানুষদের অধিকাংশই দেশটিতে কয়েক দশক ধরে চলা লড়াইয়ের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছিল। দেশটির প্রায় অর্ধেক মানুষ খাদ্য সঙ্কটে আক্রান্ত হওয়ায় গেল ছয় মাসে দেশটিতে অপুষ্টির মাত্রা বেড়ে গেছে। পর্যাপ্ত খাবার নেই এমন মানুষের সংখ্যা ফেব্রুয়ারির পর থেকে প্রায় তিন লাখ বেড়েছে। সোমালিয়ার জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয়ক পিটার দ্য ক্লার্ক জানিয়েছেন, খাদ্য সঙ্কটে পড়া পরিবারগুলোকে সহায়তা করতে ত্রাণদাতারা সহায়তার পরিমাণ বাড়াতে রাজি হয়েছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, সোমালিয়া মানবিক সাড়া পরিকল্পনা তাদের লক্ষ্যমাত্রার মাত্র ৩২ শতাংশ ত্রাণ সংগ্রহ করতে পেরেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্য খাতে ৩ বিলিয়ন ডলার দেবেন জাকারবার্গ দম্পতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ