মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংসহ বিশ্ব বিখ্যাত কয়েকশ বিজ্ঞানী গত মঙ্গলবার এক খোলা চিঠিতে সতর্কবার্তা দেন যদি যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় লাভ করেন তবে সেটি জলবায়ু পরিবর্তনের বিষয়ে সারা বিশ্বের প্রচেষ্টাকে ব্যাহত করবে। রিপাবলিকান এই প্রেসিডেন্ট পদপ্রার্থী দাবি করেছেন জলবায়ু পরিবর্তন চীনের তৈরি একটি প্রতারণা। গত মে মাসে তিনি শপথ করে বলেন, তিনি নির্বাচিত হলে প্যারিস জলবায়ু চুক্তি বাতিল করে দেবেন। ৩০ জন নোবেল জয়ী বিজ্ঞানীসহ যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির প্রায় তিনশ ৭৫ জন বিজ্ঞানী দাবি করেছেন যদি যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে আসে তবে সেটি যুক্তরাষ্ট্র ও পৃথিবীর জন্য মারাত্মক ও দীর্ঘস্থায়ী ক্ষতি বয়ে আনবে। চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি প্যারিস চুক্তি থেকে বের হয়ে আসে তবে তা সম্পূর্ণ বিশ্বের কাছে বার্তা পৌঁছাবে যে যুক্তরাষ্ট্র মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক সমস্যা নিয়ে কিছু চিন্তা করছে না। তাই এ সকল বিজ্ঞানীর কেউই চান না ট্রাম্প নির্বাচনে জয় লাভ করুন। আর তাই তারা বিশ্ববাসীর কাছে এই খোলাপত্র লিখেছেন তারা। বিবিসি, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।