বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধায় ঢাকা-রংপুর-বগুড়া মহাসড়কে মহাস্থান ব্রীজের উত্তর পশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যায় বগুড়া সদরের বারপুর এলাকার আশরাফ আলী (৫০) তার স্ত্রী পারুল বেগম ( ৪০) এবং তাদের ২ মাস বয়সী নাতী রেজোয়ান ইসলাম। আহত হয়েছেন অটোরিকশা ও বাসের আরও ১০ জন যাত্রী। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম। ওসি জানান, শনিবার সকাল আনুমানিক ৮টায় বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান ব্রিজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ী থেকে যাত্রীবাহী একটি সিএনজি বগুড়া আসার পথে রংপুর গামী আহসান এন্টারপ্রাইজ কোচটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা আশরাফ আলী ও তার স্ত্রী পারুল বেগম মারা যান। পরে বগুড়া নেওয়ার পথে সিএনজিতে থাকা তাদের ছেলের পক্ষের ২ মাস বয়সী নাতি রেজোয়ান ও মারা যায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে শিবগঞ্জ থানার পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।