বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় তিন জেলার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর
সাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারুফ (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার কিসমত আলীর ছেলে। রোববার রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মামা ওসমান আলী জানান, রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভা রোড এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারুফ ও তার বন্ধু আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহরের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখিপুরে অটোভ্যানের চাপায় মিনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে বেড়বাড়ী দাখিল মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনা বেগম উপজেলার যাদবপুর গ্রামের মামুদ আলীর মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাবার বাড়ি যাদবপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলার দড়ানিপাড়া গ্রামে যাওয়ার সময় পথিমধ্যে বেড়বাড়ী মাদরাসা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যান তাকে চাপা দেয়। এ সময় তার মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই মিনার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।
শিবচর উপজেলা সংবাদদাতা জানান, মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানাযায় গতকাল সোমবার দুপুরে বন্দরখোলা ইউনিয়নের ইজ্জাতুল্লাহ মাদবরেরকান্দি গ্রামের জাহাঙ্গীর শেখের স্ত্রী নাসিমা বেগম (৪০) পাঁচ্চর ব্র্যাক অফিসে ঋণের টাকা তুলতে আসে। টাকা তুলে বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় কাওড়াকান্দি ঘাটমুখী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন মোটরসাইকেল চাপায় মৃত নারীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক মোটরসাইকেলটি আটক করা সম্ভব হয়নি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।