Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা : সেনাপ্রধানের সাথে টেলি পরামর্শ

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিউইয়র্ক থেকে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বর্তমানে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। সেখান থেকে গত মঙ্গলবার রাতে ইসলামাবাদে সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের বরাতে ডন অনলাইন জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের মধ্যে বিরাজমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। গত বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণে কাশ্মীরের ভারত নিয়ন্ত্রণে অংশে সাধারণ মানুষের ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিপীড়ন বন্ধ এবং ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের বিষয়টি তুলে ধরেন তিনি। জাতিসংঘে ভাষণ দেয়ার আগের দিন সেনাপ্রধানের সঙ্গে ফোনালাপে নওয়াজ তার ভাষণে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমন এবং কাশ্মীর সংকট সমাধানে সংলাপের প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছেন। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা : সেনাপ্রধানের সাথে টেলি পরামর্শ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ