মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শারলট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার জের ধরে সৃষ্ট গোলযোগের পরিপ্রেক্ষিতে শারলটে জরুরি অবস্থা জারি করা হলো। এখানে গত মঙ্গলবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়। এর জেরে সেখানে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলে। উদ্ভূত পরিস্থিতিতে নর্থ ক্যারোলিনার গভর্নর প্যাট ম্যাকক্রোরি শারলটে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। শারলটের পুলিশপ্রধানের অনুরোধে শহরে ন্যাশনাল গার্ড ও অঙ্গরাজ্য ট্রুপার পাঠানো হচ্ছে বলে জানান গভর্নর। তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। নর্থ ক্যারোলিনা গভর্নর এক বিবৃতিতে বলেন, জানমালের প্রতি কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। গত মঙ্গলবার সন্ধ্যায় কিথ ল্যামন্ট স্কট (৪৩) নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। ঘটনার পর শারলটের সড়কে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
একপর্যায়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ দ্বিতীয় দিনে গড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শক্তি প্রয়োগ করে। এতে পরিস্থিতি আরো গোলমেলে হয়ে ওঠে। কর্তৃপক্ষের ভাষ্য, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষ বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন। বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন। তাঁরা বোতল ছুড়েছেন। আগুন দিয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বিক্ষোভ চলাকালে গুলির ঘটনাও ঘটেছে। গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিলেন। এ নিয়ে ওই রাতেই বিক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণাঙ্গরা। এসময় ১৬ পুলিশ কর্মকর্তা আহত হন।
এদিকে, বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ এক ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন শারলটের পুলিশপ্রধান কের পাটনি। কিন্তু নিহত ব্যক্তির পরিচয় ও কার গুলিতে তিনি মারা গেছেন তা প্রকাশ করেননি তিনি। নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা এক ট্যুইটার বার্তায় জানিয়েছেন, এক বেসামরিক অপর একজনকে লক্ষ্য করে প্রণাঘাতী ওই গুলিটি ছুড়েছিল, পুলিশ ছোড়েনি। বিক্ষোভ চলাকালে সহিংসতায় আহত এক পুলিশ কর্মকর্তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তারা। ফক্স নিউজকে পাটনি বলেছেন, আমরা জড়ো হওয়াদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছি। অনেক ধৈর্য্য ধরেছিলাম, কিন্তু তারা এখন খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে, আমার কার্যালয়ের দিকে বোতল ও অন্যান্য জিনিস ছুড়ে মারছে, শৃঙ্খলা ফিরিয়ে আনার সময় হয়েছে। মঙ্গলবার পুলিশের গুলিতে ৪৩ বছর বয়সী কিথ স্কট যে জায়গায় নিহত হয়েছিলেন বিক্ষোভের কেন্দ্রস্থলও ছিল সেখানে। পুলিশের দাবি, স্কটের কাছে একটি পিস্তল ছিল এবং পুলিশ কর্মকর্তাদের আদেশ সত্ত্বেও সে পিস্তল ফেলে দিতে রাজি হয়নি। কিন্তু স্কটের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কটের হাতে একটি বই ছিল, আগ্নেয়াস্ত্র না। ঘটনার কোনো ভিডিও প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে শহরটির মেয়র জানিয়েছেন, তারা ভিডিও প্রকাশ করার পরিকল্পনা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে, আগুন ধরিয়ে দেয় এবং অল্পসময়ের জন্য একটি আন্তঃরাজ্য মহাসড়ক বন্ধ করে দেয়। শারলটের এই ঘটনার একই সময়ে ওকলাহোমার টুলসায়ও একই ধরনের একটি ঘটনায় হত্যাকারী এক পুলিশ কর্মকর্তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল। টুলসার ঘটনায় প্রকাশিত এক ভিডিওতে নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির খালি হাত স্পষ্ট দেখা যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগের সর্বশেষ ঘটনা এসব হত্যাকা-। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিষয়টি একটি জাতীয় বিতর্ক উস্কে দিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে শারলট ও টুলসার মেয়রদের সঙ্গে কথা বলেছেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। সহিংসতার মুখে নর্থ ক্যারোলিনার শারলটে জরুরি অবস্থা জারি করেছেন। বিবিসি, ফক্সনিউজ, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।