Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিআরএ সভাপতি অভি চৌধুরীর জন্মদিনে সাংস্কৃতিক আড্ডা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০১ এএম

গত ১৮ জুন সন্ধ্যায় কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এ্যাসোসিয়েশন- বিসিআরএ এবং ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরীর জন্মদিন উপলক্ষে এক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়। সাথে ছিল গান, নাচ, আবৃত্তি ও ফ্যাশন শো। ঢাকা মিডিয়া ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আহবায়ক ছিলেন কাঞ্চন হাবিব। ‘শান্তির জন্য প্রয়োজন সংস্কৃতি’- বিষয়ক আলোচনায় অংশ নেন টিভি, চলচ্চিত্র, সংগীত, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের গুণী ব্যক্তিগণ। এদের মধ্যে চলচ্চিত্র ব্যক্তিত্ব ড্যানি সিডাক, নাদের চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খানসহ অনেকেই। ফকির মিলনের গান, মিতিন খানের নাচ, ইশরাত শিউলীর আবৃত্তি এবং অভি চৌধুরীর একক অভিনয় উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সবশেষে ছিল সুলতানা চৌধুরীর কোরিওগ্রাফীতে মনোজ্ঞ ফ্যাশন শো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ