Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিআরএ-এর রজতজয়ন্তী সম্মাননা পেলেন কামরুল হাসান দর্পণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চলচ্চিত্র সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য দৈনিক ইনকিলাবের বিনোদন বিভাগের সম্পাদক কামরুল হাসান দর্পণকে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েসনের (বিসিআরএ) রজত জয়ন্তী উপলক্ষে গত ২৮ নভেম্বর ২০২০ বিশেষ সম্মামনা প্রদান করে। বিনোদন জগতে পঁচিশ বছর ধরে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার তথ্যানুসন্ধানী প্রতিবেদন এবং বিনোদন জগতের তারকাদের সাক্ষাৎকারসহ সংস্কৃতি অঙ্গণের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অনন্য ভূমিকা পালন করায় তাকে বাংলাদেশ কালচারাল রিপোটার্স এসোসিয়েশন এই সম্মাননা প্রদান করে। বিশ বছর আগে ২০০২ সালে সেরা বিনোদন সাংবাদিক হিসেবে এই সংগঠনটি পুরস্কার প্রদান করেছিল। এছাড়া তিনি তার ক্যারিয়ারে শেরে বাংলা ফজলুল হক স্মৃতি, ভাসানী স্মৃতি, টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি, ঢাকা কালচারাল রিপোটার্স এসোসিয়েশনসহ আরও অনেক সংগঠন থেকে সেরা সাংবাদিক হিসেবে পুরস্কৃত হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ