রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা জিরো পয়েন্ট পায়ে হাঁটা মানুষগুলো প্রতিনিয়তই মুখোমুখি হচ্ছে বিড়ম্বনায়। বিশেষ করে ভূটকা মোড় হতে মহিলা কলেজ মোড়, গঙ্গাচড়া জিরো পয়েন্ট থেকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ফুটপাতে চলতে গিয়ে হরহামেশাই অটোরিকশা, সিএনজি, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল বিড়ম্বনায় পড়েন পথচারীরা। পথচারীরা কর্মস্থলে যথাসময়ে পৌঁছার জন্য জ্যাম কিংবা আটকেপড়া গাড়ি ছেড়ে ফুটপাত দিয়ে হাঁটা শুরু করেন। ঠিক তখন পেছনে বেজে উঠল অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল ও বাস-ট্রাকের কান ফাটানো হর্ন। গঙ্গাচড়া বাজারের ফুটপাতগুলো দখল করে নিয়েছে দোকান মালিকরা। ফুটপাতে হাঁটতে গিয়ে পথচারীকে সাইড দিতে হচ্ছে। বিষয়টি যেন স্বাভাবিক হয়ে গেছে চালকের কাছে, অবৈধ পন্থায় চালকরা অন্যায় করছেন বীরদর্পে। অনেক সময় মোটর যানের হর্নে তড়িঘড়ি করে পাশ কাটতে গিয়ে কখনোবা ছিঁটকে পড়তে হয় পথচারীকে। বেপরোয়াভাবে গাড়ি চালানো দ-নীয় অপরাধ। গঙ্গাচড়ায় নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই। বাস, অটোরিকশা, রিকশা, ভ্যান রাস্তায় দাঁড়িয়ে থাকে। বেসরকারিভাবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কমিউনিটি পুলিশ ট্রাফিকরা কাজ করে দায়সাড়াভাবে। সন্ধ্যার আগেই শুরু হয় যানজট। রাত আটটার পর বিভিন্ন কোচিং সেন্টার ছুটি হয়। শুরু হয় যানজট। শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েন বিড়ম্বনায়। অপরদিকে গঙ্গাচড়া বাজারের দুপাশের রাস্তায় গড়ে উঠেছে দোকানপাট। ছোট হয়ে গেছে রাস্তা। ফুটপাত বলতে কিছুই নেই। যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের কাছ থেকে টোল আদায় করছেন দোকান মালিকরা। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমল শেষ হলে আবারো শুরু হয় ফুটপাত দখলের পাল্লা। এব্যাপারে অবৈধ দোকান ও স্থাপনা দখলমুক্ত প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।