Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় শ্রমিক দল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ৬:৫৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের পাবনা জেলার সভাপতি ওসমান গনি। শনিবার (১৯ জুন) বেলা ৩টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমান গনি পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি, পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বেশ কয়েকদিন ধরেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের লাখ পাবনায় দাফন করা হবে বলেও জানান মঞ্জুরুল ইসলাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনায় মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ