পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর কাদের মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৬ এপ্রিল) ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার আক্রান্ত হয়ে সিএমএইচ -এ চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে হাসপাতাল থেকে বাসায় এনে চিকিৎসা চলছিল। গত একসপ্তাহ থেকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। করোনা টেস্ট করলে রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, মনজুর কাদেরের স্ত্রীও সুপ্রিম কোর্টের আইনজীবী। মনজুর কাদেরকে সাতক্ষীরায় তাদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।