বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার পাইকগাছায় কঠোর বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। বিধিনিষেধ আরোপের ৯ম দিন ১৮ মামলা ও জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে পৌর সদর, জিরো পয়েন্ট, কাটাখালী বাজার, বাঁকা বাজার, ষষ্ঠীতলা বাজার, বোয়ালিয়া মোড় ও সরল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। এর আগে সকালে পৌর সদর সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক। এসব অভিযানে মাস্ক ব্যবহার না করায় ১৮ মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়।
উল্লেখ্য সম্প্রতি করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা প্রাশাসন ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত পাইকগাছা পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।