বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে আবারো তিনজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে উপসর্গে মৃতের সংখা দাঁড়ালো ২৬৫ জন। আর করোনায় মারা গেছেন ৬১ জন।
শুক্রবার (১৮ জুন) উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী-পুরুষেরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের কোরবান আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৪০), কালিগঞ্জ থানা সদরের আনিসুর রহমানের স্ত্রী তহমিনা খাতুন(৪২) ও শ্যামনগর থানার সোরা গ্রামের মনোহরের ছেলে কলিমুদ্দীন (৬৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে মনোয়ারা খাতুন গত ১৫ জুন, তহমিনা খাতুন ১৩ জুন, আর কলিমুদ্দীন ১৬ জুন হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হয়েছিলেন। তারা একইদিন ভিন্ন ভিন্ন সময়ে মারা যান।
এদিকে, সাতক্ষীরায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় চলমান মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি করেছে স্থাণীয় প্রশাসন। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।