Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় চোর সন্দেহে একজনকে হাতে সূঁচ ফুটিয়ে পায়েনপেরেক ঢুঁকিয়ে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৪:২৮ পিএম

বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা গ্রামে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাতে সূচ ফুটিয়ে ও হাতুড়ি দিয়ে পায়ে পেরেক ঢুঁকিয়ে মধ্যযুগীয় কায়দায় আতাউর রহমান শিরু মিয়া (২৪) নামের এক যুবককে নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছে এক নারী।

তার নাম আছিয়া বেগম (২৪)। আছিয়া ওই গ্রামের জনির স্ত্রী। এই ঘটনায় দায়েরকৃত মামলার অপর চার আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।
তিনি জানান গতনবৃহস্পতিবার পুলিশ ওই যুবককে গুরুতর জখম অবস্থায় প্রবাসী মিল্টনের বাড়ি থেকে উদ্ধার করে কাহালু হাসপাতালে ভর্তি করেন। নির্যাতনের শিকার শিরু মিয়া অঘোর মালঞ্চা গ্রামের মোঃ মজনু মিয়ার পুত্র।

ঘটনা প্রসঙ্গে ওই গ্রামের মজনু মিয়া ও গ্রাম পুলিশ মোস্তফাসহ আরো কয়েজন জানান, ঘটনার রাতে শিরু মিয়া বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত তিনটার দিকে একই গ্রামের মিল্টনের স্ত্রী সেলিনা আক্তারসহ ৭/৮ জন নারী পুরুষ মিলে শিরুকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায় তাদের বাড়িতে। সেখানে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ তুলে শিরুর হাত-পা বেঁধে মারপিট কয়েকজন মিলে। গ্যাস সিলিন্ডার চুরির সাথে জড়িতদের নাম বলতে না পারায় শিরুর হাতের আংগুলে প্রথমে সুচ ফোটানো হয় এবং বাম পায়ে হাতুড়ি দিয়ে পেরেক মারা হয়।

অপরদিকে সেলিনা, আক্তার জানান, শিরুকে তারা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেননি। ঘটনার রাতে শিরুসহ তিনজন মিলে তাদের বাড়িতে ঢুঁকে গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। আমরা টের পেয়ে শিরুকে ধরে এনে সামান্য মারধর করে তার কাছ থেকে জানবার চেষ্টা করেছি তার সাথে আর দুজন কে ছিলো ?

তবে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, শিরুর বিরুদ্ধে থানায় খারাপ রিপোর্ট আছে। তবে এভাবে আইন হাতে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করা ঠিক হয়নি। তাই শিরুর বাবা এব্যাপারে মামলা করায়
চার আসামির মধ্যে একজন নারী আসামিকে
গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ