Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরা সীমান্তে দুইজন ভারতীয় নাগরিকসহ ১১ জন আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৩:৪৩ পিএম

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা ও কুশখালী সীমান্তে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার চিতুরি গ্রামের আমিনুর মোল্লার ছেলে মোঃ আফতাব মোল্লা (৩৫) ও তার মেয়ে মোছাঃ রুহিনী মোল্লা (৫), বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সদরের বালিয়াকান্দি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে মোছাঃ ঝর্ণা (২৫), খুলনা জেলা সদরের পাবলা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী রিজিয়া (৪৫), একই গ্রামের সুশীল শিলের স্ত্রী কৃষ্ণা শিল (৫৪), কিশোরগঞ্জ জেলা সদরের পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা বেগম (২৮), তার মেয়ে নাইমা ইসলাম (সাড়ে তিন বছর) , সাতক্ষীরার কলারোয়া থানার গৈয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে সুমন মিয়া (২৫), খুলনা জেলার কয়রা উপজেলার শ্রীরামপুর গ্রামের খোদাবক্স সানার ছেলে ইয়াসিন সানা (৩৫), তার স্ত্রী লাভলী বেগম (২৬) ও মেয়ে ইয়াসমিন জাহান মুন্নি (৬)।
শুক্রবার (১৮ জুন) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটক বাংলাদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। আর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক মোঃ আফতাব মোল্লা ও রুহিনী মোল্লাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো বলেন, গত ২৮ এপ্রিল থেকে আজ পর্যন্ত অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে সীমান্তে মোট ৬৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৬৩ জন বাংলাদেশি নাগরিক, এদের মধ্যে তিনজন মানবপাচারকারী রয়েছে। এছাড়া, দুইজন রোহিঙ্গা শরণার্থী ও তিনজন ভারতীয় নাগরিক রয়েছে। তবে, ভারতীয়দের সেদেশের বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা নিরলস কাজ করছে। এপর্যন্ত ১৫ জন মানব পাচারকারী সদস্যের বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে থানায় মামলা দায়েরও করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

৯ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ