বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় অপহরণের ১২ দিন পর অপহৃত ছাত্রী মো.বুশরা জাহান (১৫) কে পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৬ জুন রাতে বুশরা জাহানের পিতা বসির আহম্মেদ বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলো শান্ত মৃধা, খোকন মৃধা ও সুরাইয়া আক্তার পপি। তবে পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলা বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বুশরাকে ৫ জুন সন্ধ্যা ৭ টার দিকে আসামীদের যোগসাজশে পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে কতিপয় দূর্বত্তরা মোটর সাইকেল যোগে অপহরণ করে নেয়। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বুধবার (১৬ জুন) থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয় । মামলার একদিন পর হলদিবাড়িয়া সড়কে দাঁড়ানো অবস্থায় বুশরা জাহানকে উদ্ধার করা হয়। তার বাড়ি চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: দাউদুল আলম জানান, অপহৃত ছাত্রী বুশরা জাহানকে হলদিবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়। তবে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।