Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু শিক্ষার্থী বলৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ৮:১১ পিএম

বরিশালে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে পুলিশ মাদ্রাসা পরিচালক রেদওয়ানুল করীমকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে পাদ্রীশিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকেরগঞ্জ থানার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে রেদওয়ানুল করীমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার এসআই আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, মাদ্রাসার পরিচারক রেদওয়ানুল করীমের বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের একাধিক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে এ কাজটি করে আসলেও অভিভাবকদের অবহেলায় বিষয়টি সম্পর্কে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

কিন্তু সম্প্রতি অভিযুক্ত একই ঘটনা ঘটালে ঘটনার শিকার এক শিশুর বাবা মঙ্গলবার বিকালে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে রাতে পাদ্রীশিবপুর এলাকা থেকে রেদওয়ানুল করীমকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ