Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বরিশালে মানবপাচার মামলার আসামী গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ৮:১০ পিএম

ঝালকাঠীর কাঠালিয়া থানার মানবপাচার প্রতিরোধ দমন আইনের মামলার আসামী প্রদীপ কুমারকে বরিশাল নগরী থেকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর রূপাতলী থেকে পুদিপকে গ্রেফতার ও ভিকটিম বিপাশা রানী সাধককে (২৮) উদ্ধার করে তারা।

বুধবার বরিশাল সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঝালকাঠীর কাঠালিয়া থানার উত্তর আমুয়া গ্রামের বিপাশা রানী সাধককে অপহরণ করে একই এলাকার প্রদীপ কুমার। পরে তাকে নিয়ে ভারতে গমন করে কিছুদিন আগে দেশে ফিরে আসে তারা। এদিকে বিপাশা রানী সাধককে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগে গত ৯ মে কাঠালিয়া থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে মামলা দায়ের করে তার পরিবার। ওই মামলায় মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রূপাতলী থেকে প্রদীপ কুমার গ্রেফতার করে বিপাশা রানী সাধককে উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ