বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এম মোস্তফা জানান, ছাগলনাইয়া পৌরসভাকে “ক” শ্রেণীতে উন্নিতকরণ করা হয়েছে। পৌর এলাকা প্রতিটি ওয়ার্ডে শতভাগ সড়কবাতি স্থাপন করা হয়েছে। জিরো পয়েন্টে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন আল্লাহু লিখা ভাস্কর্কয্য। জমদ্দার বাজার ও আশপাশে নির্মাণ ও পৌর এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় স্টিলের ডাস্টবিন স্থাপন এবং ময়লা আবর্জনা শতভাগ পরিষ্কার করা হয়। পৌর শহরের জমদ্দার বাজারের অলিগলিসহ প্রধান সড়ক সিসি দ্বারা উন্নয়ন করা হয়েছে।
তিনি আজ (বুধবার) দুপুরে পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। পৌর মেয়র এম মোস্তফা আরও বলেন, বিশুদ্ধ পানীয় জলের জন্য পৌর এলাকার বিভিন্ন স্থান ও বাড়ীতে অসংখ্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। জলবায়ু ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে সড়ক, ড্রেন ও গার্ডওয়াল নির্মাণ ও সংস্কার করা হয়েছে। পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান এবং বিভিন্ন মসজিদে ওযুখানা, টয়লেট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন এবং এসএস দ্বারা নির্মিত প্রায় সকল মসজিদে লাশবাহী খাট প্রদান করা হয়েছে। জমদ্দার বাজার এলাকায় দুটি বৃহৎ কবরস্থানের চারপাশে ও পৌর এলাকার বিভিন্ন কবরস্থানের চারপাশে সুরক্ষা দেয়ার নির্মাণ এবং পৌরসভার নিজস্ব কবরস্থান নির্মাণ করা হয়েছে। পৌরবাসীর চলাচলের সুবিধার্থে বহুবাড়ীর রাস্তাকে আরসিসি মাধ্যমে পাঁকা করনের কাজ করা হয়েছে। দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারদের মধ্যে কর্মসংস্থান লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ভিক্ষুকদের তালিকা প্রণয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পৌর কর মওকুফ করা হয়েছে। পৌরসভার সকল ওয়ার্ডের সড়কগুলোতে লাইট, ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তার পূর্ণাঙ্গ কাজ মেগা প্রজেক্টের মাধ্যমে সম্পাদন করা হবে। ইতিমধ্যে প্রজেক্ট পাস হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।