Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কলাপাড়ায় মাছের ঘেরের বাঁধ কাটার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৬:১৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার মাইটভাংগা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মাছের ঘেরের বাঁধ কেটে ফেলার অভিযোগ উঠেছে। চাচার দখলে থাকা ঘেরটি গত শুক্রবার ভাতিজা কবির মোল্লা জোরপূর্বক কেটে ফেলেছে। এতে চাচার প্রায় বারো লক্ষ টাকার মাছ খালে বিলে ভেসে যায়। এমন অভিযোগে এনে মঙ্গলবার সকাল ১০ টায় ভুক্তভোগী লতিফ মোল্লা কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে লতিফ মোল্লা বলেন, প্রতিকার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছি। কোন বিচার পাইনি। শেষ আশ্রয়স্থল হিসেবে সংবাদকর্মীদের শরণাপন্ন হয়েছি। সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি জানান, কবির মোল্লাসহ স্থানীয় একটি মহলে যোগসাযোগে পরিকল্পিতভাবে তার এ সর্বনাশ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত কবির মোল্লা বলেন, মাছের ঘেরসহ পারিবারিক সম্পত্তির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ওইসব বিষয়ে নিষ্পত্তি না হওয়ায় মাছের ঘেরের বাঁধ কেটেছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এসব বিষয়ে কেউ থানায় লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে ওসি সাংবাদিকদের জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ