বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ১ জনের মৃত্যু হয়েছে। ১২৯টি নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৪০ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ২৩টি নমুনা পরীক্ষায় ০৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সেখানে সংক্রমণেরহার প্রায় ৩১ শতাংশ।
এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাাঁড়াল দুই হাজার ৩৩৮ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৫৯৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ ঢিমেঢালাভাবে চলছে। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই স্থানীয়দের। তারা নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছে। আগামী ১৬ জুন পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ চলবে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় সংগ্রহ করা ১২৯টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজেটিভ এসেছে। জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণেরহার ৪০ শতাংশ। যা গত ২৪ ঘন্টার তুলনায় ৪ শতাংশ কম। সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ২৩টির মধ্যে ০৭টি পজেটিভ এসেছে। মোংলায় সংক্রমণেরহার প্রায় ৩১ শতাংশ। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।