বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মেডিকেলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৬০ জন। আর উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ২৫৫ জন।
মঙ্গলবার (১৫ জুন) মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের স্ত্রী নূরজাহান খাতুন (৩৫), কলারোয়া উপজেলার শাহাপুর গ্রামের ফজলুল হকের স্ত্রী ফিরোজা খাতুন (৬৫) ও তুলসীডাঙ্গা গ্রামের আবুল খায়েরের ছেলে কামরুল ইসলাম (৫৩)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ মে নূরজাহান খাতুন ও ফিরোজা খাতুন এবং কামরুল ইসলাম গত ৬ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এরা তিনজনই সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে মারা যান।
এদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরিক্ষায় ৯১ জন পজিটিভ হয়েছেন। যা নমুনা পরিক্ষার শতকার ৪৮.৯২ ভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।