Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রয়েল মালাবারের ফটোশুটে ভিন্ন রূপে জায়েদ খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০৩ এএম

দীর্ঘদিন পর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান মডেল হলেন। ফ্যাসন হাউস রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের ফটোশুটের মাধ্যমে মডেল হয়েছেন তিনি। সম্প্রতি রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের ফটোশুটে অংশ নেন তিনি। রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এর ফটোশুট হয়েছে। গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের পোশাক ও জুয়েলারি ব্যবহার করা হয়েছে। এতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন নাঈম আহমেদ। জায়েদ খান বলেন, মডেল ফটোশুটের জন্য অনেক প্রস্তাব এসেছে। সেগুলো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। গত ঈদের আগে রয়েল মালাবারের শো-রুমে গিয়েছিলাম। তখন শো রুমের পরিবেশ ও তাদের পোশাক দেখে ভালো লাগে। ভালো লাগা থেকেই এই ফটোশুট করেছি। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান অপু বলেন, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগরের পরে এবার রয়েল মালাবারের সঙ্গে যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান। তারা তিনজনই শিল্পী সমিতির দায়িত্বশীল পদে আছেন। তাদের কখনো ফটোশুটে দেখা যায়নি। আমাদের পোশাক ও জুয়েলারিতে যেমন নতুনত্ব ও ভিন্নতা রয়েছে তাই আমরা মডেল নির্বাচনেও ভিন্নতা এনেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জায়েদ খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ