Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে ইটালিয় সিনেমার পুনর্জাগরণ উপভোগ করা যাবে ফ্রিতে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশস্থ ইটালি দূতাবাসের আয়োজনে ও ‘ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম এন্ড মিডিয়া’র সহযোগিতায় করোনা পরবর্তী নিউ নর্মালে ‘ইটালীয় সিনেমার পুনর্জাগরণ’ বিষয়কে সামনে রেখে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ফেয়ার সিনেমা চতুর্থ কিস্তি। গতকাল থেকে শুরু হওয়া এই আয়োজন ২০ জুন পর্যন্ত ইটালিয়ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম গণসড়ারবং (https://www.mymovies.it/ondemand/iic/) এবং Italiana (https://vimeo.com/italianaesteri)-তে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে বাংলাদেশি দর্শকরা সম্পূর্ণ ফ্রিতে চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবে। ফিচার-ফিকশন, তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্য, এক্সপেরিমেন্টাল ও সাক্ষাৎকারসহ মোট ২৬ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি তিনটি একাডেমিক সেশন আয়োজন করা হচ্ছে। ইতালির প্রখ্যাত সিনেপন্ডিত, চিত্রনাট্যকার এবং পরিচালক জিওভানি রাব্বিয়ানোর অধীনে Contemporary Italian Cinema: Post COVID বিষয়ক একটি মাস্টারক্লাস এবং উপমহাদেশের সুপরিচিত চলচ্চিত্রবোদ্ধা, সমালোচক, লেখক, অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের অধীনে Art of Italian Cinema: Text & Context I, Italian Cinema Masters: Textual Analysis দুটি আলোচনা ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজে লাইভ অনুষ্ঠিত হবে, যা সকলের জন্য উন্মুক্ত বলে জানান ‘ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া’ নির্বাহী পরিচালক বিবেশ রায়। গতকাল বিকাল ৪টায় ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম এন্ড মিডিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজে লাইভ উদ্বোধন করেনন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা এবং ইন্টারন্যাশনাল একাডেমী অফ মিডিয়া অ্যান্ডন্ড ফিল্মের নির্বাহী পরিচালক বিবেশ রায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনলাইন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ